নিজস্ব প্রতিবেদন: লড়াই,রক্ত, প্রাণহানী! চিন ভারতের ভরসার সম্পর্ক অনেকদিন আগেই ভেঙেছে। তবে এবার শোনা যাচ্ছে, ভারতে হতে চলা BRICS summit এ পূর্ণ সমর্থন রয়েছে চিনের। এমনকি চলতি বছরই ভারতীয় ভূখণ্ডে পা রাখতে পারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
BRICS এ আগাগোড়াই সচল ছিলো চিনের ভূমিকা। জিংপিং প্রশাসন জানিয়েছে, নানান খাতে উন্নতির জন্যে সবরকম সহায়তা করবে তারা ভারত সহ্য একাধিক সদস্য দেশকে। চিনের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারতের BRICS summit এ পূর্ণ সমর্থন রয়েছে চিন প্রশাসনের।
২০২০ তে জওয়ানদের মৃত্যু নিয়ে হুংকার দিয়েছিলেন অনেক নেতাই। প্যাংগং পাড়ে একের পর এক প্রহরী বাড়াতে থাকে ভারত চিন দুই দেশ। অবশেষে হঠাৎই ‘গুড বয়’ ভূমিকায় সহযোগিতার হাত বাড়িয়ে ভারত চিন বৈঠকের পরে আস্তে আস্তে সরতে থাকে দই পক্ষের সেনা। অবশেষে ঠাণ্ডার লড়াই আরও ঠান্ডা হচ্ছে কি না সেটাই দেখার।