নিজস্ব সংবাদদাতা : ২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। মাত্র ৩৪ বছর বয়সে সুশান্তের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয় বলিউডে।
স্বজনপোষণ নিয়ে চলতে থাকে তোপ, পাল্টা তোপও। উঠে আসে মাদক যোগের বিষয়টিও। সেই ঘটনার প্রায় ৬ মাস পর মুম্বইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছেন নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা । শুক্রবার সংস্থার পক্ষ থেকে ১১ হাজার ৭০০ পৃষ্ঠার চার্জশিট পেশ করা হয়।
হার্ড-কপির পাশাপাশি বিশেষ আদালতে ডিজিটাল ফরম্যাটে জমা পড়েছে ৫০ হাজার পাতার চার্জশিট। নার্কোটিক ব্যুরোর পক্ষ থেকে এনডিপিএস বা NDPS দায়রা আদালতে যে চার্জশিট দাখিল করা হয়েছে তাতে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী সহ ৩২ জনের নাম রয়েছে।
সুশান্ত মামলায় মাদক যোগের বিষয়টি প্রথম সামনে আনেন ইডি-র আধিকারিকরা। আগষ্টে রিয়া চক্রবর্তী ও ভাই সৌভিক ও প্রয়াত অভিনেতার প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়ন্তী সাহা, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডার হোয়াটঅ্যাপ চ্যাট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলিউডে।
প্রেমিকা রিয়া যে প্রয়াত অভিনেতা সুশান্তকে মাদক সরবরাহ করতেন, সেই বিষয়টি চলে আসে প্রকাশ্যে। এরপরেই তদন্তভার চলে যায় এনসিবির হাতে।
শীর্ষ আধিকারিকরা তল্লাশি অভিযান চালান অভিযুক্তদের বাড়িতে। এমনকী জেলে যেতে হয় রিয়া ও তাঁর ভাই সৌভিক-সহ রূপোলি পর্দার একাধিক তারকাকে। যদিও বর্তমানে তাঁরা সকলেই জামিনে মুক্ত রয়েছেন।