নিজস্ব প্রতিবেদন: অনেকদিন ধরেই আগুন লেগেছে পেট্রোল ডিজেলে। মধ্যবিত্তের পকেট পুড়ছে গাড়ি চালাতে গিয়ে। ভোটের মুখেই নিজেদের ‘মানবিক’ রূপ নিয়ে এগিয়ে আসতে পেট্রোপণ্যকে GST-র আওতায় আনতে চায় কেন্দ্র। এমনই প্রস্তাব দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
কেন্দ্রের মতে GST-র আওতায় এলে কমবে পেট্রোল ডিলেজের মূল্য। তবে মানবে কি রাজ্যগুলি? প্রশ্ন উঠছে, GST-র আওতায় আনলে সত্যিই কি কমবে দাম, নাকি ভোটের আগে নয়া ‘চাল’ কেন্দ্রের?
পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ছে কারণ আন্তর্জাতিক বাজার তেল উৎপাদন কমিয়েছে। সঙ্গে যারা তেল উৎপাদন করে তারা বেশি মুনাফার জন্যই উৎপাদন সীমিত রাখছে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার সারপ্রাইজ দিয়েছে। ১টাকা করে কমানো হয়েছে এরাজ্যের পেট্রোল ডিজেলের দাম। তবে গত সপ্তাহেই মুম্বাইতে প্রথম ১০০ পাড় করেছিলো পেট্রোল ডিজেল। এই আকাশছোঁয়া দাম কমাতে কতোটা কাজে আসে কেন্দ্রের নতুন আইডিয়া, তার দিকেই তাকিয়ে দেশ।