নয়াদিল্লি: চাকরির ছড়াছড়ি দেশজুড়ে। অক্টোবর মাসে ৭৫ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেয় কেন্দ্র। দেশের একাধিক রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন। এবার ফের মঙ্গলবার ৭১ হাজার নিয়োগপত্র বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই উদ্যোগ নেন তিনি। একই সঙ্গে ৪৫ টি রাজ্যের ছেলেমেয়েদের হাতে হাতে নিয়োগপত্র বিলি করা হয়। তবে বাদ ছিল হিমাচল প্রদেশ এবং গুজরাত। সেই রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য নিষেধাজ্ঞা জারি রয়েছে। যে কারণে এখানে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়নি।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রের কাছে কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার। দেশে প্রতিনিয়ত নতুন কর্মসংস্থান তৈরি হবে যা আগামী দিনে অর্থনৈতিক উন্নতিসাধন করবে।
Narendra Modi: ৭১ হাজার চাকরি দিল কেন্দ্র সরকার
