নিজস্ব প্রতিবেদন: স্বাধীন ভারতের নাগরিক হিসেবে সকলেরই অধিকার আছে ভোট দেওয়ার। তাই দৃষ্টিহীনদের ও সমান অধিকার আছে। এত বছর ধরে তাদের নির্ভর হতে হয় অন্যের ওপর । এবং এও অভিযোগ আছে যে দৃষ্টিহীনদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেয়।
এইসমস্ত দিক ভেবেই রাজ্য সিদ্ধান্ত নিয়েছে দৃষ্টিহীনদের জন্য ব্রেইল বানাতে দিতে। যেখানে দৃষ্টিহীন নাগরিকরা ব্রেইল হাতে ছুয়ে প্রার্থীর নাম বুঝতে পারবে ও সেই প্রার্থীর কোন দলের সেটাও বুঝতে পারবে ও সেই বোতাম টিপে ভোট দিতে পারবে।
রাজ্যে তিনটি জায়গায় এই ব্রেইল প্রার্থী তালিকা তৈরি হচ্ছে। তাদের মধ্যে একটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি ও অন্য দুটি হলো মল্লিকপুরের ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন ও অপরটি বেহালার ভয়েস অফ দা ওয়ার্লড।
এই তিনটি জায়গায় ছাপানোর কাজ চলার সাথে চেক করার ও কাজ চলছে। নরেন্দ্রপুর মিশনের অধিকারীকরা জানান ছাপানোর পরে পাশেই একটি ঘরে চলছে চেক করার কাজ ।এবং দুটি সংস্থা থেকেও আসছে এইখানে চেক করানোর জন্য।