নিজস্ব সংবাদদাতা : নিলামে উঠছে সাধারণ মানুষের জীবন। অক্সিজেন থেকে শুরু করে ওষুধ, ব্ল্যাকে বিকোচ্ছে হাজার হাজার টাকায়। সাধারণের হাতের নাগালেন বাইরে তাই হয়ে যাচ্ছে পরিস্থিতি। এবার দিল্লি পুলিশের চিরুনি তল্লাশিতে ধরা পড়ল নয়া গ্যাং।
দিল্লির খান চাচা রেস্তোরা থেকে উদ্ধার হয় অক্সিজেন কনসেনট্রেটর। খান মার্কেটের এই রেস্টোরাতেই মজুত ছিল ৯৬ টি কনসেনট্রেটর, খবর পাওয়া মাত্রই সেখানে তল্লাশিচালায় পুলিশ। বর্তমানে আটক করা হয়েছে ম্যাট্রিক্স সেলুলার সার্ভিস লিমিটেডের কর্ণধার গৌরভ খান্নাকে।
পুলিশের এই তল্লাশিতে উঠে আসে আরও এক নাম। দিল্লিতে বন্ধ রেস্তোরাগুলোতে রেড করে পুলিশ এখনও পর্যন্ত উদ্ধার করেছে ৫২৪ অক্সিজেন কনসেনট্রেটর। এই রেস্তোরাগুলির মালিকানায় উঠে এলো পেজ থ্রি ব্যবসায়ী নাভনীত কারলার নাম।
সংকটের সময় এই কসেট্রেটরগুলো বিক্রি করা হত চরা দামে। ৭১ হাজার টাকার বিনিময় মানুষকে এই কঠিন সময় কিনতে হচ্ছিল প্রাণ। এই কালোবাজারি রুখতেই বর্তমানে তত্পর পুলিশ।