31 C
Kolkata

Artificial Heart in Bag: ব্যাগের ভিতর কৃত্রিম হৃদপিণ্ড বহনকারী বিশ্বের প্রথম মহিলা

নিজস্ব প্রতিবেদন: গোটা বিশ্বে কৃত্রিম হৃদপিণ্ড সহযোগী বেঁচে থাকার মানুষের সংখ্যা নেহাতই কোন অংশে কম নেই। তবে এবার একই ঘটনা কিন্তু অন্যভাবে দেখতে পাবেন। চলছে ঘটনা একটু দেখে নেয়া যাক….. হাসিখুশি ছবির মহিলাটি হলেন সালওয়া হুসেন। তিনি হৃদপিণ্ডহীন মহিলা। বিশ্বের একটি বিরল ঘটনা কারণ তিনি ব্যাগে তার কৃত্রিম হৃদয় বহন করেছেন। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল ​​জানিয়েছে, ৩৯ বছর বয়সী সালওয়া ২ সন্তানের মা। তার হৃদয় সম্বলিত ব্যাগটি সর্বদা তার সাথে থাকে এবং ৬.৮ কেজি ওজনের ২ টি ব্যাটারি সহ একটি ডিভাইস রয়েছে। এটি একটি বৈদ্যুতিক মনিটর এবং একটি পাম্প। ব্যাটারিগুলো রক্ত ​​সঞ্চালনের জন্য সংযুক্ত টিউবের মাধ্যমে রোগীর বুকে প্লাস্টিকের ব্যাগে বাতাস ঠেলে দিতে সাহায্য করে…

আরও পড়ুন:  Beauty tips: সান বার্ন দূর করতে কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা!

Featured article

%d bloggers like this: