নিজেস্ব প্রতিবেদন : শনিবার গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) মুম্বাইয়ে কর্মী তিস্তা সেটালভাদকে আটক করেছে। দলটি বিকেলে সেটালভাদের মুম্বাইয়ের বাড়িতে পৌঁছে তাকে সান্তাক্রুজ থানায় নিয়ে যায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সংস্থা এএনআই-এর সাথে একটি সাক্ষাত্কারে সেটালভাদকে ২০০২ সালের গুজরাট দাঙ্গা সম্পর্কে পুলিশকে ভিত্তিহীন তথ্য দেওয়ার জন্য অভিযুক্ত করার কয়েক ঘন্টা পরে এই পদক্ষেপটি আসে।
শুক্রবার, সুপ্রিম কোর্ট জাকিয়া জাফরির “বৃহত্তর ষড়যন্ত্রের” অভিযোগ খারিজ করে দিয়েছে যে একটি আবেদনে SIT-এর ক্লিন চিটকে চ্যালেঞ্জ করেন নরেন্দ্র মোদী, যিনি তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। জাকিয়া দাঙ্গায় নিহত হন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী।