29 C
Kolkata

National Flag In Eyes: চোখে জাতীয় পতাকা! স্বাধীনতা দিবসে তাক লাগালেন এই রাজ্যের রাজা

কোয়েম্বাটুর: স্বাধীনতা দিবস উদযাপনে মেতেছে গোটা দেশ। নতুন এক পথে হাঁটছেন তামিলনাড়ুর রাজা। না, তিনি পদাধিকারী রাজা নন। তাঁর নাম রাজা। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস পালন করতে অদ্ভুত পথ বেছে নিলেন তিনি। কী করেছে জানেন? চোখে জাতীয় পতাকা এঁকেছেন!

চোখে জাতীয় পতাকা এঁকেছেন রাজা

কোয়েম্বাটুরের বাসিন্দা রাজা। দেশের স্বাধীনতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই তাঁর এই উদ্যোগ। রাজার এই শিল্পকর্ম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও অডিও বার্তায় এই চেষ্টা বাড়িতে কাউকে না করার পরামর্শই দিয়েছেন তিনি। কর্মজীবনে তিনি একজন সমাজসেবক এবং শিল্পী (মিনিয়েচার আর্টিস্ট) সব সচেতনতা মেনেই এই কাজ করিয়েছেন রাজা। সবাই যখন ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, ট্যুইটারের ডিপি বদলাচ্ছেন জাতীয় পতাকা দিয়ে, সেখানে রাজার এই কাজ প্রশংসা কুড়োচ্ছে। কেউ আবার অবাকও হচ্ছেন।

আরও পড়ুন:  Health tips : এই গরমে সুস্থ থাকতে কী কী খাবেন ! রইল টিপস

Featured article

%d bloggers like this: