29 C
Kolkata

75 Rupee Coin: বাজারে আসছে 75 টাকার নতুন কয়েন, ঘোষণা অর্থমন্ত্রকের

নিজস্ব প্রতিবেদনঃ বৃহস্পতিবার অর্থ মন্ত্রক জানিয়েছে যে নতুন সংসদ ভবনের উদ্বোধনের উপলক্ষে একটি বিশেষ 75 টাকার মুদ্রা চালু করা হবে। কয়েনটি ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপনের কথা মাথায় রেখে বিশেষ ভাবে তৈরি করা হবে বলে জানা গিয়েছে। কয়েনের এক পাশে অশোক স্তম্ভের সিংহ থাকবে। এই সিংহের নিচে লেখা থাকবে “সত্যমেব জয়তে”।

সিংহের বাম পাশে দেবনাগরী লিপিতে “ভারত” এবং ডানদিকে ইংরেজিতে “ইন্ডিয়া” শব্দটি লেখা থাকবে। কয়েনটিতে সিংহের নিচে লেখা থাকবে আন্তর্জাতিক সংখ্যায় রুপির প্রতীক এবং 75। কয়েনটির অন্য দিকে সংসদ কমপ্লেক্সের ছবি থাকবে। এর উপরের যায়গায় দেবনাগরী লিপিতে “সংসদ সঙ্কুল” এবং নিচে ইংরেজিতে “পার্লামেন্ট কমপ্লেক্স” লেখা থাকবে বলে জানা গিয়েছে। এই কয়েনটি ভারতের গণতান্ত্রিক সংস্কৃতিকে তুলে ধরবে।

আরও পড়ুন:  Health tips : তীব্র গরমের হাত থেকে রক্ষা করবে পান্তা ভাত!

মুদ্রাটি 44 মিলিমিটার ব্যাস সহ বৃত্তাকার হবে বলে জানা গিয়েছে। এর কিনারা বরাবর 200টি সেরেশন থাকবে। 35 গ্রাম ওজনের কয়েনটি চারটি সংকর ধাতু থেকে তৈরি করা হবে। এই 4টি ধাতু হল রুপো, তামা, নিকেল ও দস্তা। যার মধ্যে রুপো থাকবে 50 শতাংশ, তামা থাকবে 40 শতাংশ, নিকেল থাকবে 5 শতাংশ এবং দস্তা থাকবে 5 শতাংশ।

আগামী রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 25 টির মতো রাজনৈতিক দল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। তবে প্রায় 20টি বিরোধী দল অনুষ্ঠানটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷

Featured article

%d bloggers like this: