Wednesday, June 23, 2021
Homeদেশআগামী ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দান

আগামী ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দান

নিজস্ব সংবাদদাতা : : আগামী ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা সিবিআইয়ের বিশেষ আদালতে। বিচারপতি এসকে যাদব অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবেন। আদালতের তরফে রায় ঘোষণার দিন সব অভিযুক্তকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোসি, উমা ভারতী, প্রাক্তন রাজ্যপাল ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ার সহ একাধিক ব্যক্তিত্ব এই মামলায় অভিযুক্ত। রায়দানের দিন অভিযুক্ত সকলকে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই, যার মধ্যে অনেকের মৃত্যু হয়েছে।এর আগে গত মাসে সুপ্রিম কোর্ট এই মামলার বিচার প্রক্রিয়া শেষ করার জন্য এক মাস সময় দেয়। তার আগে ৮ মে শীর্ষ আদালত বলেছিল, তিন মাসের মধ্যে বিচার শেষ করে ৩১ অগাস্টের মধ্যে রায় দিতে হবে। তবে এরপর আরও কিছুটা সময় দেওয়া হয়। তারও আগে গত বছরের ১৯ জুলাই সুপ্রিম কোর্ট বলেছিল, ৯ মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। সেই সময়সীমা শেষ হয় এ বছরের এপ্রিলে। তারপর আরও পাঁচ মাস বাড়ল সময়সীমা।দেশজুড়ে করোনা পরিস্থিতির জেরে মামলার প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে বলে সর্বোচ্চ আদালতে জানান সিবিআই কোর্টের বিচারপতি।

Most Popular