29 C
Kolkata

Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

লখনউ: ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হল দুই বাইকচালকের। আহত হয়েছেন আরও দু’জন। বর্তমানে স্থানীয় মেডিকেল কলেজে চিকিৎসাধীন। জানা গিয়েছে, মৃত দুই চালকেরই মাথায় হেলমেট ছিল না। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সাঙ্গারপুর গ্রামের বাসিন্দা ক্ষত্রিয় পান্ডে এবং জিতেন্দ্র পান্ডে একটি বাইকে করে পান্ডে মোড় থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। অপরদিকে, পোখরভিন্দা ঈশ্বরী প্রসাদ গ্রামের বাসিন্দা শাহজাদ শা ও কেয়ামুদ্দিন বাইকে চেপে দেওরিয়া যাচ্ছিলেন। হিরান্দাপুরের একটি বাঁকে বাইক দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন দুটি বাইকের মোট চারজন। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শাহজাদ এবং ক্ষত্রিয় পান্ডেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন:  Lifestyle tips : সকালে না খেলে ওজন বাড়ে জানেন ? রইল টিপস

প্রত্যক্ষদর্শীদের কথায়, মৃত দুই চালকেরই মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার সময় একটি বাইকের চালক স্টান্ট করছিলেন। ঘটনার পর রামপুর কারখানার স্টেশন ইনচার্জ রাজেশ কুমার পান্ডে জানান, মোটর সাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলেও আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

Featured article

%d bloggers like this: