Sunday, December 6, 2020
Home দেশ যোগীর রাজ্যে লক ডাউনে ক্রিকেট , গ্রেফতার ২০

যোগীর রাজ্যে লক ডাউনে ক্রিকেট , গ্রেফতার ২০

নিজস্ব সংবাদদাতা :: কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরছেন বিভিন্ন জায়গায় , এসেছেন এই রাজ্যেও। কিন্তু খোদ উত্তরপ্রদেশের ছবি দেখলে কি বলবে কেন্দ্রীয় প্রতিনিধি দল , জানা নেই।

বাবার মৃত্যুতেও শেষকৃত্যে যাননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি সেই বিষয়টিকে হাতিয়ার করে প্রচার করতে শুরু করে, লকডাউন কীভাবে মানতে হয়, দেখাচ্ছেন ‘যোগীজি’। আর সেই উত্তরপ্রদেশেই কিনা লকডাউনের দফারফা করে ক্রিকেট ম্যাচের আয়োজন করে বসলেন এক বিজেপি নেতা। উত্তরপ্রদেশের বারাবানকি জেলার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লকডাউনের মধ্যেই খবর আসে বারাবানকি জেলার পানাপুর গ্রামে ক্রিকেট ম্যাচের আসর বসেছে। আর সেই ক্রিকেট ম্যাচের আয়োজক স্বয়ং এলাকার বিজেপি নেতা সুধীর সিং। খবর পেয়েই ওই গ্রামে হানা দেয় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পায়, খেলার মাঠ ঘিরে ভিড়। সেখানে ক্রিকেট খেলছেন অন্তত ২০ জন। তাঁদের সঙ্গে মেতে রয়েছেন বিজেপি নেতা সুধীর সিংও।

দেশজুড়ে যখন প্রবলভাবে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস, লকডাউনকে আরও কঠোর করার প্রস্তাব দিচ্ছেন বিশেষজ্ঞরা, সেখানে বিজেপি নেতার এহেন কীর্তিতে অবাক সকলেই। বিড়ম্বড়ায় পড়েছে বিজেপিও।

আর সেই বিড়ম্বনার কারণেই সুধীর সিং-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সংবিধানের ২৬৯ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও গ্রেফতার হওয়া বিজেপি নেতার ঘনিষ্ঠদের দাবি, উত্তরপ্রদেশের যে ১১টি জেলাকে করোনা-মুক্ত ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে বারাবানকিও। সেই কারণেই মানুষের মন থেকে আতঙ্ক মুছতে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। যদিও এমন হাস্যকর অজুহাতের আড়ালে অশনিসংকেত দেখছেন বিশেষজ্ঞরাই।

Facebook Comments

Most Popular

‘উমফানে দুর্নীতি খতিয়ে দেখবে ক্যাগই’, নির্দেশ বহাল প্রধান বিচারপতির

নিজস্ব সংবাদদাতা : উমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে কি না তা তদন্ত করবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তথা ক্যাগ। সেই নির্দেশের...

৪ জানুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলতে চায় ICSE বোর্ড

নিজস্ব সংবাদদাতা : ইংরেজি নতুন বছরের শুরুতেই রাজ্যে স্কুল খুলতে চায় ICSE বোর্ড। যদিও রাজ্যের শিক্ষা দফতর এ বিষয়ে এখনও কোনও...

একটি অ্যাপের মাধ্যমে ট্রেন সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান

নিজস্ব সংবাদদাতা : ট্রেনের টাইম টেবিল অথবা ট্রেনের যাত্রাপথ ও বর্তমান স্থিতি সম্পর্কে জানা যেত বিভিন্ন বেসরকারি অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে।...

‘কয়েক সপ্তাহের মধ্যেই দেশে করোনা ভ্যাকসিন’, সর্বদল বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বসেছিল। ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হয়। কোভিড-১৯ পরিস্থিতির পাশাপাশি,...
Facebook Comments