Friday, July 30, 2021
HomeEDITOR PICKSমসজিদের দানছত্রে জমা হচ্ছে লক্ষাধিক টাকা

মসজিদের দানছত্রে জমা হচ্ছে লক্ষাধিক টাকা

নিজস্ব সংবাদদাতা: বর্তমান যুগে দাড়িয়েও আমরা ভগবান বিশ্বাসী আমাদের কোনো সমস্যা হলেই আমরা মনে করি মন্দির মসজিদে গেলেই তা ঠিক হবে। আর সেই কারণে সব ধর্মের মানুষের কাছে পবিত্র হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। ওই মসজিদের দানবাক্সে দানের পরিমাণ বাড়ছে বিস্ময়করভাবে। মসজিদের বড় বড় আটটি লোহার সিন্দুকে নগদ টাকা, সোনা সহ মূল্যবান জিনিস জমা পড়ে।

১৯ জুন পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গেছে নগদ ২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকাসহ মূল্যবান জিনিসপত্র। দিনভর গণনা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের এনডিসি সৌরভ হাসান। গণনার সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মসজিদ কেবল মুসলিমদের কাছে নয় অন্যান্য ধর্মাবলম্বীদের কাছেও পবিত্র স্থান হিসেবে পরিচিত।

Most Popular