29 C
Kolkata

ব্যাখ্যা দিল হোয়াইট হাউস

বিশেষ সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিন সপ্তাহ ফলো করার পর তাঁকে ডোনাল্ড ট্রাম্পের আনফলো করার ব্যাখ্যা বৃহস্পতিবার দিল হোয়াইট হাউস. তারা জানিয়েছে, মার্কিন রীতি অনুযায়ী ট্রাম্প বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান কেই ফলো করেন মা. শুধু markon প্রেসিডেন্ট বিদেশে গেলে অথবা বিদেশ থেকে কোনো ভিভিআই পি মার্কিন মুলুকে এলে তাঁকে ফলো করা হয়. সেই মর্মেই মোদি এবং রাষ্ট্রপতি কোবিন্দ কে ফলো করা হয়েছিল. নিয়ম অনুযায়ী তাঁদের আবার আনফলো করা হয়েছে. এর মধ্যে মোদি কে অপমানের কোনো ব্যাপার নেই. উল্লেখ্য, গতকাল রাতে মোদিকে আনফলো করার পর ভারত জুড়ে প্রতিক্রিয়া হয়েছিল.

Featured article

%d bloggers like this: