জয়ন্ত চক্রবর্তী, কলকাতা, 1 মে :: আগামী চার মে থেকে ভারতে লকডাউন আরও দু সপ্তাহ বাড়ানো হলো. তিন মে মধ্যরাতে চলতি লকডাউন ওঠার কটেজ ছিল. আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ভারতে করোনা এখনো নির্মূল না হাওয়ায় গোটা দেশ লকডাউন এ থাকবে সতেরো মে মধ্যরাত পর্যন্ত. এই সময়ে কোনো গণপরিবহন চলবে না. ট্রেন, ট্যাক্সি, বাস, মেট্রো চলবে না উড়বে না বিমানও. গ্রিন জোনে কিছু সীমিত পরিষেবা চালু থাকবে. এটি তৃতীয় পর্যায়ের লক ডাউন. এর আগে দু পর্যায়ে চল্লিশ দিন লকডাউন এ কাটিয়েছে দেশ. তৃতীয় পর্যায় মিলিয়ে মোট লকডাউন এর দিন দাঁড়াচ্ছে চুয়ান্ন. তবে, করোনা নিয়ন্ত্রিত না হলে লকডাউন আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে. উল্লেখ্য, লকডাউন এ বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানও. আগের দুটি লক ডাউন প্রধানমন্ত্রী মোদি তাঁর টেলিভিশন ভাষণে ঘোষণা করেন. এবার ই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করলো.
স্বরাষ্ট্র মন্ত্রক এই মাত্র সংশোধনীতে জানালো অরেঞ্জ জোনে ট্যাক্সিতে ড্রাইভার ছাড়া দুজন যাত্রী যেতে পারবে. রেড জোনের জন্যেও কিছু ছাড় দেওয়া হচ্ছে.