নিজস্ব প্রতিবেদন: এককথায় দেশের গর্ব। ভারতের প্রথম মুসলমান মহিলা যুদ্ধবিমান চালক হতে আর কয়েক পা দূরে সানিয়া মির্জা। এই সানিয়া টেনিস তারকা নন। দেহাত কোতোয়ালি থানার অন্তর্গত যশোভার নামের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। এলাকার স্থানীয় পণ্ডিত চিন্তমণি দিবে ইন্টার কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। উচ্চশিক্ষা মির্জাপুরের গুরু নানক গার্লস ইন্টার কলেজ থেকে। উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় জেলায় প্রথম স্থানে ছিলেন সানিয়া। অনুপ্রেরণা ফ্লাইট লেফটেন্যান্ট অবনি চতুর্বেদী। সব ঠিকঠাক থাকলে ২৭ ডিসেম্বর মহারাষ্ট্রের পুনে জেলার এনডিএ একাডেমিতে প্রথম মুসলমান মহিলা আইএএফ হিসেবে যোগ দেবেন সানিয়া।
বাবা শহীদ আলি টিভি মেকানিক। মধ্যবিত্ত ঘরের মেয়ে ন্যাশনাল ডিফেন্স একাদেমির পরীক্ষায় সামগ্রিকভাবে ১৪৯ স্থান পেয়েছিলেন। এনডিএর চলতি বছরের পরীক্ষায় মহিলা এবং পুরুষ মিলিয়ে ৪০০টি আসন ছিল। মহিলাদের জন্য ছিল ১৯টি আসন এবং ফাইটার পাইলটদের জন্য ২টি। একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে সানিয়া জানান, নিজের যোগ্যতায় দুটি আসনের একটিতে জায়গা করে নিয়েছে। শুধু ভালো ইংরেজি জানলে এবং বলতে পারলে সুযোগ পাওয়া যায়, একথা ভুল। বাবা, মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সকলেই খুশি।


