31 C
Kolkata

Astro tips: আপনি কি জানেন কোন তিথিতে কোন খাবার খাওয়া উচিত নয় ?

নিজস্ব প্রতিবেদন: আমাদের জীবন সদা ব্যস্তময়। ব্যস্ততম জীবনে আমরা প্রায়শই নানা রোগে ভুগে থাকি বা শারীরিক নানা সমস্যায় জর্জরিত হই। এসব থেকে বাঁচতে আমাদের প্রয়োজন সুষম ও সঠিক অহার গ্রহণ। আমাদের প্রাচীন শাস্ত্রে এই বিষয়ে রয়েছে উপদেশ, বিশেষ করে কোন সময়ে কোন কোন খাবার বর্জন করা উচিত। আসুন দেখে নেওয়া যাক ভারতীয় শাস্ত্র অনুসারে কোন তিথিতে কোন কোন খাবার বর্জন করা উচিত। ভারতীয় শাস্ত্রনুসারে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে এই বিষয়ে।

প্রতিপদে কুমড়ো ও চালকুমড়ো খাওয়া উচিত নয়, দ্বিতীয়ায় বৃহতী বা ছোট বেগুন, তৃতীয়ায় পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমিতে তাল, অষ্ঠমিতে নারিকেল, নবমীতে লাউ, দশমিতে কলমিশাক, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁইশাক, ত্রয়োদশীতে বেগুন, চতুর্দশীতে মাষকলাই।

আরও পড়ুন:  Lifestyle tips: আমের গুণে উধাও হবে ত্বকের হাজার সমস্যা

অমাবস্যা ও পূর্ণিমায় মাছ-মাংস খাওয়া নিষিদ্ধ। এছাড়াও মাঘ মাসে মূলা, ভাদ্র মাসে লাউ ও চৈত্রমাসে শিম খাওয়া বারণ। এগুলিকে শুধুই কু-সংস্কার বলে এড়িয়ে যাই আমরা প্রায় প্রত্যেকেই, আসলে এর মধ্য দিয়ে আমরা আমাদের অজ্ঞানতাকে প্রকাশ করি ও কু-সংস্কার বলে নিজেদের জাহির করি। আসল কারণ হল, বিভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে নানা রসের তারতম্য ঘটে এবং সেই সকল রসের সঙ্গে ওই সব খবরের রস মিসলে আমাদের শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে ও শরীরের অনিষ্ট হয়।

Featured article

%d bloggers like this: