নিজস্ব সংবাদদাতা : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ১৬ জানুয়ারি থেকে করোনার টিকা দেওয়া শুরু হবে। করোনা টিকাকরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারেন প্রধানমন্ত্রী এবং সেখানে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন যে প্রথম পর্যায়ের টিকাকরণের যাবতীয় খরচ বহন করবে কেন্দ্র।
এনিয়ে যেন কোনওরকম গুজব না ছড়ায় সেদিকটা ভালভাবে দেখতে হবে। সেই মতো সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ফ্যাসিলিটি থেকে সাতসকালেই পুনে বিমানবন্দরে পৌঁছে গেল তিন ট্রাক করোনা প্রতিষেধক কোভিশিল্ড।
এই বিমানবন্দর থেকে প্রতিষেধকের ডোজ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাবে।পুনে থেকে এই কোভিশিল্ড পৌঁছে যাবে দিল্লি, আমেদাবাদ, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, কার্নাল, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, গৌহাটি, লখনউ, চণ্ডীগড়, ভুবনেশ্বরে। মূলত পুনে থেকে দুটি কার্গো বিমান ও আটটি বাণিজ্যিক বিমানে চেপে ভারের বিভিন্ন প্রান্তের শহরে পৌঁছাবে এই কোভিড প্রতিষেধক।
স্পাইস জেটের কার্গো বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবে ভ্যাকসিন। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ৫৮টি বাক্সে ৭ লক্ষ ভ্যাকসিন আসছে রাজ্যে। পাইলট কারের পাহারায় দুটি ভ্যানে করে নিয়ে কোভিশিল্ড আসা হবে বাগবাজারের স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে। সেখানে মজুত করে আজ থেকেই বিভিন্ন জেলায় তা বণ্টনের কাজ শুরু হবে।