31 C
Kolkata

ভারতে রেকর্ড হারে সংক্রমণ

নিজস্ব সংবাদদাতা : হুহু করে দেশে বাড়ছে করোনা। পর পর দুদিন রেকর্ড হারে সংক্রমণ । শেষ ২৪ ঘন্টায় দেশ জুড়ে করোনা আক্রান্ত হলেন ৮৩ হাজার ৩৪১ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১০৯৬ জনের। নতুন করে এই সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩৯ লক্ষ ৩৬ হাজার ৭৪৮ এ। দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৩ হাজার ৮৪৪ । স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ভারতে যে পরিমাণ করোনা পরীক্ষা করা হচ্ছে, তা বিশ্বে সর্বোচ্চ। উচ্চ হারে করোনা পরীক্ষার অর্থ করোনা পজেটিভ ছড়িয়ে পড়ার সংখ্যা কম হওয়া। সেই পথেই হাঁটছে ভারত। কিন্তু এই দেখে এখনও অবাক হচ্ছে না বিজ্ঞানীরা। কারণ তারা জানিয়েছেন আগামীতে ১ লক্ষের ওপরে যেতে পারে দেশের দৈনিক সংক্রমণ। তাই এই সংক্রমণ স্বাভাবিক বলেই মনে করছে। ৩০ জানুয়ারি যেখানে প্রতিদিন ১০টি করে টেস্ট হত, সেখানে সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ১১ লক্ষের অনেক বেশি, যা নিঃসন্দেহে সাফল্য। মন্ত্রকের দাবি করোনা পরীক্ষার হার বাড়ার ফলে করোনা রোগীদের চিহ্নিত করা দ্রুত সম্ভব হচ্ছে। এতে চিকিত্‍সাও হচ্ছে দ্রুত। মৃত্যুর হার তাই কমিয়ে আনতে পেরেছে ভারত। দেশে সুস্থতার হার বাড়ছে ক্রমশ।এখন সক্রিয় রোগীর সংখ্যা ৮,৩১,১২৪ জন। এদিকে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৮,৪৭২জন। কিন্তু দেশের সুস্থতার হার এর থেকেও বেশী, তাই এখন চিকিত্‍সকেরা কিছুটা হলেও আশার আলো দেখছেন । ইতিমধ্যে ৩০ লাখ পেরিয়ে গেছে সুস্থতার সংখ্যা। সবার নজর এখন করোনার ভ্যাকসিনের সর্বশেষ আপডেটের দিকে। সকলের আশা ভ্যাকসিন চালু হওয়ার সঙ্গে সঙ্গে সবাই আবার নিজেদের পুরোনো জীবনে ফিরে যেতে পারবেন।

আরও পড়ুন:  Hair care tips: চুলের সমস্যার সমাধানে ব্যবহার করুন মেহেন্দি !

Featured article

%d bloggers like this: