নিজস্ব প্রতিবেদন: কাটাকুটি খেললেন বর্ষীয়ান বামফ্রন্ট নেতা। ট্যুইটে কাটাকুটি খেলে তৃণমূলের খেলা শেষ করার কথা বললেন সূর্যকান্ত মিশ্র। সংযুক্ত মোর্চার জন্যে ভোট চেয়ে অভিনব পদ্ধতিতে ট্যুইট করলেন সূর্যকান্ত।
তৃণমূলকে দুদিক থেকে ঘিরে কাটাকুটি খেলার ঘরে ফাঁসিয়েছে সিপিএম। খেলার শেষে দেখা যাচ্ছে দুদিক থেকেই যেতার পথ সিপিএমের।
প্রসঙ্গত দিন দুয়েক আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র। তিনি মুখ্যমন্ত্রীর হুইলচেয়ারে বিসা নিয়ে বলেন, যদি চিকিৎসা পরিষেবা আমাদের থাকতো তবে দুদিনের মধ্যেই সোনায় হাঁটাতে পারতাম।