নিজস্ব প্রতিবেদন: বাজারে গিয়ে কিছু কিনতে নিমিষেই টাকার ব্যাগ খালি হয়ে যায়। মাছ, মাংসের দামও বেশ চড়া। এমন পরিস্থিতিতে হঠাৎ কোনো বিপদ বা দুর্ঘটনা মোকাবিলা করতে ঠিক কত টাকার প্রয়োজন আপনার জানেন?বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, দেশে মুদ্রাস্ফীতি, চাকরির অনিশ্চয়তা, ক্রমবর্ধমান বাড়ি ভাড়া সব মিলিয়ে জীবন সামনের দিকে চালিয়ে নেয়া এখন শুধু গরিবদেরই নয়, মধ্যবিত্তদের মধ্যেও গুরুতর সমস্যা।

মাসের ৩০ দিন চালিয়ে নিতে শেষ হয়ে যাচ্ছে বেতনের প্রায় পুরোটাই। যে কারণে সঞ্চয়ের লক্ষ্যমাত্রা থমকে যাচ্ছে। অথচ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা করতে সঞ্চয়ের কোনো বিকল্প নেই।তাই একটু কষ্ট হলেও জীবনে মৃতব্যয়িতার নিয়ম মেনে আজ থেকেই সঞ্চয় করার চেষ্টা করুন। কেননা ২০২৩ সালে আপনার অবশ্যই সঞ্চয় রাখা উচিত।

অপ্রত্যাশিত সময়ে জরুরি তহবিল বা সঞ্চয়ই মানুষের একমাত্র অবলম্বন। যেমন- চাকরি হারানো, জরুরি চিকিৎসা ইত্যাদি সমস্যাগুলো থেকে নিজেকে কিংবা পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সঞ্চয় ছাড়া আর কোনো উপায় নেই।এই সঞ্চয়ই ভবিষ্যতে আপনাকে আর্থিক সংকটে পড়তে দেবে না। কারো কাছে ঋণ নেয়া থেকে বিরত রাখবে। পাশাপাশি ব্যাংকে জমিয়ে রাখা আর্থিক সম্পদ থেকে আপনার বাড়বে আয়ের উৎসও।
জীবনে জরুরি সঞ্চয়ের জন্য ঠিক কী পরিমাণ অর্থ প্রয়োজন তাও জানা গিয়েছে। জরুরি সঞ্চয় এমন হওয়া উচিত যা দিয়ে অন্তত আপনি ৬ মাস জীবনযাপনের খরচ চালাতে পারেন।এক্ষেত্রে অবশ্য অবকাশ, বিনোদন বা বিলাসিতার মতো অপ্রয়োজনীয় খরচগুলো আপনার জরুরি সঞ্চয়ের অন্তর্ভুক্ত হবে না।