30 C
Kolkata

Interesting fact : পরিবারে ছোট হবার একগুচ্ছ সুবিধা!

নিজস্ব প্রতিবেদন: বাড়ির ছোট ছেলেমেয়ে মানেই আদরে মাখামাখি। বেশির ভাগ পরিবারেই ছোট সন্তানরা সবার চোখের মণি হয়ে বড় হয়ে ওঠে। অন্য সব ভাই-বোনের জায়গা কেড়ে নিয়ে পুরো বাড়িতে একচ্ছত্র রাজত্ব করে। তবে বাড়ির ছোট হওয়ার কারণে ভাই-বোনের খবরদারি, মা-বাবার শাসন আর সবার ‘জ্ঞানদান’ – এসব অসুবিধাও আছে।

বাড়ির ছোট হওয়ার মতো আনন্দের আর কিছু নেই। কেনো জেনে নিন:

  • নির্ঝঞ্ঝাট জীবন।
  • আদরের সন্তান। বাবা-মা তো বটেই, ছোট বলে ভাই-বোনেরও আদরের পাত্রী আপনি।
  • ভুল করলেও সাত খুন মাফ। সবার মুখে একটাই কথা ‘ও ছোট। ছেড়ে দাও।
  • ছোট বলে কোনো দায়দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই।
  • ছোট বোনের বেলায় ভুল কম। অনেক সময় প্রথম সন্তানের বেলায় বাবা-মা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলেন। কিন্তু ছোটটির বেলায় আগের ভুলগুললো শুধরে নেন।
  • বেশি সুযোগ-সুবিধা। বড় ভাই-বোনেরা তাদের ছোটবেলায় যা পায়নি আপনি সহজেই তা পেয়ে যান।
  • বড় ভাই-বোনেরা বেশির ভাগ সময় বাবা-মায়ের সব দায়িত্ব থেকে সংসারের খরচ নিজেদের কাঁধে তুলে নেন। তাই আপনি মুক্ত।
  • বিয়ের তাড়া নেই। পেছনে ছোট ভাই-বোন থাকলে বিয়ে দেওয়া হয় একটু তাড়াতাড়ি। কিন্তু আপনার পেছনে তাড়া দেওয়ার কেউ নেই। তাই নিশ্চিন্তে ব্যাচেলর জীবন উপভোগ করা যায়।
আরও পড়ুন:  Cooking tips : বিকেলের টিফিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মজাদার কুড়মুড়ে চাউলেট

Featured article

%d bloggers like this: