31 C
Kolkata

Viral News: মধ্যবয়সী পুরুষেরা শুধুমাত্র কাঁদতে যান !

নিজস্ব প্রতিবেদন: চীনের রাজধানী বেইজিংয়ে ২৪ ঘণ্টা খোলা থাকে এমন রেস্তোরাঁর সংখ্যা খুবই কম। যেগুলো খোলা থাকে সেগুলোতে আবার ভিড়ও বেশি। ফলত অনেকেই সেখানে যেতে চান না। এর ব্যতিক্রম হচ্ছে “জিন ডিং জুয়ান” নামের এই রেস্তোরাঁ। সেটি মধ্যবয়সী পুরুষদের ‘শেষ আশ্রয়স্থল’। অনেকে কাঁদতেও যান সেখানে এমন টাই মিলেছে খবর।

সূত্র অনুযায়ী, জিন ডিং জুয়ান রেস্তোরাঁটিকে মধ্যবয়সী পুরুষদের ‘শেষ আশ্রয়স্থল’বলা হয়। জীবনের সকল ধকল সামলানোর পর একাকী সময় কাটাতে এখানে যান চীনের মধ্য বয়সী পুরুষরা। এমনকি শোনা যায় অনেকে কান্নাকাটি করে মন হালকা করেও নেন।

জিন ডিং জুয়ানের বেশির ভাগ ক্রেতাই মধ্যবয়সী পুরুষ। সেখানকার এক ব্যক্তি বলেছেন, তিনি রেস্তোরাঁটিতে পাঁচ বছর ধরে যাচ্ছেন। সেখানে এমন কিছু সুবিধা রয়েছে, যা কেবল মধ্যবয়সী পুরুষদেরই মনে ধরবে। এটি তাদের জন্য ‘দারুণ একটি জায়গা’।

আরও পড়ুন:  Frequent Urination: তীব্র তাপপ্রবাহে বারবার হচ্ছে প্রস্রাব ? সাবধান হন এখনই !

জিন ডিং জুয়ান রেস্তোরাঁর ব্যবস্থাপক গুয়ো বলেন, “রেস্তোরাঁর বেশিরভাগ ক্রেতা মধ্যবয়সী পুরুষ এবং সন্ধ্যার পর সেখানে আসেন।অনেকে একাই আসেন। তারা একে অপরের সঙ্গে আড্ডা দেন। কেউ কেউ আবার একাকী বসে কাঁদেন।”

সম্প্রতি রেস্তোরাঁটি এখন নেটপারায় ভাইরাল হয়েছে ।রেস্তোরাঁটিকে নিয়ে চলছে নানা আলোচনা। যেমন একজন বলেছেন, “পুরুষেরাও মানুষ। মুক্তভাবে শ্বাস নেওয়ার জন্য তাঁদেরও কিছুটা সময় ও জায়গা প্রয়োজন।”

Featured article

%d bloggers like this: