31 C
Kolkata

Moon:রমজানের এক ফালি চাঁদ, নীচে আবার আলোর বিন্দু! যেনো হার থেকে ঝুলছে লকেট

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার পথ চলতি মানুষের অনেকেই থমকে গিয়েছেন চাঁদ দেখে ছবিও তুলেছেন অধিকাংশই।

কি ঐ আলোর উৎস এই নিয়ে বাড়ছে জল্পনা।

শুক্রবার সন্ধায় রাজ্যের মানুষ সাক্ষী হল এক বিরল দৃশ্যের সূর্য ডুবতেই পশ্চিম আকাশে দেখা গেল রমজান মাসের সরু এক ফালি চাঁদ আর ঠিক তার নীচেই রহস্যময়ী এক আলোর বিন্দু।প্রায় ৬ টা পর্যন্ত আলোক বিন্দুটি লেগে ছিল চাঁদের গায়ে পরে আস্তে আস্তে চাঁদ থেকে দূরে সরে যায় সেই বিন্দু। আর এই দৃশ্য দেখে হতবাক রাজ্যবাসী।সূত্রের খবর, কলকাতা সহ রাজ্যের প্রায় সব জায়গার মানুষই সাক্ষী এই দৃশ্যের।

কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন, চাঁদের গায়ে লেগে থাকা সেই রহস্যময়ী আলোক বিন্দু আসলে শুক্রগ্রহ। তিনি আরও জানান, কোলকাতার স্থানীয় সময় বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুক্র যে অবস্থানে ছিল তা পৃথিবীর নিরিখে যেনো মনে হচ্ছিল চাঁদ চাপা দিয়ে দিয়েছে শুক্রকে।পরবর্তীকালে শুক্রর স্থান পরিবর্তনের ফলে ওই উজ্জ্বল বিন্দু দূরে চলে যাওয়ায় হার থেকে লকেট ঝুলছে বলে মনে হচ্ছিলো।

আরও পড়ুন:  Cooking tips: একঘেঁয়ে খেবার ছেড়ে বিকেলের টিফিনে বানিয়ে ফেলুন মজাদার কুড়মুড়ে সুজির টোস্ট !

Featured article

%d bloggers like this: