29 C
Kolkata

Interesting fact : সত্যিই কি পৃথিবীতে একই রকম দেখতে ৭ জন মানুষ আছে ?

তানিয়া দাস, কলকাতা : পৃথিবীতে প্রায় ৭০০ কোটির মত মানুষ রয়েছে। প্রত্যেকটি মানুষের চেহারা নির্ভর করে বাবা-মায়ের থেকে পাওয়া ডিএনএ, জিন, ক্রোমোজোম এর উপর।শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকে এর প্রক্রিয়াকরণ শুরু হয়। একজন পুরুষের শরীরে কয়েক মিলিয়ন রকমের শুক্রানু ও নারীর শরীরে কয়েক মিলিয়ন রকমের ডিম্বানু তৈরী হতে পারে।

মিলনের সময় যেকোন একটি শুক্রানুর সাথে যেকোন একটি ডিম্বানু নিষিক্ত হয়ে বাচ্চার জন্ম হতে পারে। কয়েক মিলিয়ন শুক্রাণু এবং কয়েক মিলিয়ন ডিম্বাণু মিলিত হয়ে কয়েক ট্রিলিয়ন ভিন্ন ভিন্ন চেহারার শিশুর জন্ম হতে পারে। প্রত্যেক শিশুর সাথে তার আত্মীয়দের চেহারার মিল থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু একেবারে ভিন্ন প্রান্তের সাতজনের সাথে হুবহু একইরকম চেহারা! এও কী সম্ভব ?

আরও পড়ুন:  CBI Raid in Municipalities: রাজ্যের একাধিক পুরসভায় CBI হানা

একই ধরনের দেখতে দুজন মানুষকে বলা হয় ডোপেলগ্যাঙ্গার। এদের মধ্যে জৈবিক কোনো সম্পর্ক না থাকলেও এদের চেহারায় অদ্ভুত মিল পাওয়া যায় এদেরকে আবর
“Evil Twin”ও বলা হয়ে থাকে।

গবেষণায় জানা গিয়েছে, একজন মানুষের ডোপেলগ্যাঙ্গার এর সংখ্যা সর্বোচ্চ ছয় জন হতে পারে। তাদের মধ্যে একজনের সঙ্গে সারাজীবনে দেখা হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ। প্রতিটি মানুষের ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। একটি মানুষকে ঠিক কেমন দেখতে হবে তা নির্ভর করে ডিএনএ এর উপর।জেনেটিক ক্রসিং ওভার এর জন্য মানুষের চেহারা, আচরণগত পার্থক্য দেখা যায়। তাই হুবহু একই ধরনের দেখতে ৭ জন মানুষ থাকার কোনো সম্ভবনা নেই বললেই চলে।

তাই ডোপেলগ্যাঙ্গারদের মধ্যে মিল থাকলেও তাদের মধ্যে খুব সহজেই পার্থক্য করা যায়। ডোপেলগ্যাঙ্গার হওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন কোনো জাতি বা গোষ্ঠীতে সকলের ডিএনএ এর মাঝেই কিছু মিল থাকায় পৃথিবীতে একই চেহারার ৭ জন মানুষ আছে।

আরও পড়ুন:  Cooking tips : তীব্র গরমের হাত থেকে বাঁচতে বাড়িতেই বানিয়ে ফেলুন ম্যাঙ্গো মাস্তানি!

Featured article

%d bloggers like this: