33 C
Kolkata

Card Game:তাসের ৪জন রাজা কিন্তু গোঁফ কেনো ৩ নের? জানলে চমকে যাবেন!

নিজস্ব প্রতিবেদন: আজকাল অনলাইন কার্ড গেম খুবই জনপ্রিয়। যারা তাস খেলেন তারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন বাকি তিন রাজার গোঁফ থাকলেও কিং অফ হার্টস কোনও গোঁফ নেই। কিন্তু কেনো জানা আছে কি?

বর্তমানে যুগের পরিবর্তনের সাথে সাথে ইনডোর গেমসের ধরনও পাল্টাচ্ছে, তার মধ্যে অন্যতম তাস। আজকাল অনেকেই অনলাইনে তাস খেলেন। অনলাইন বা অফলাইন যেভাবেই খেলুন একটু খেয়াল করলেই দেখতে পাবেন বাকি তিন রাজার গোঁফ থাকলেও গোঁফ নেই কিং অফ হার্টসের।

তাসেরে সেটে ৫২টি করে কার্ড থাকে। সেগুলি হল স্পেডস, ক্লাবস, ডায়মন্ডস ও হার্টস।এদের চার রাজাকে বলা হয় ‘কিং অব স্পেডস’, ‘কিং অব ক্লাবস’ ‘কিং অব ডায়মন্ডস’ এবং ‘কিং অব হার্টস’। মনে করা হয়,’কিং অব স্পেডস’-এ যার ছবি রয়েছে, তিনি ইজরায়েলের রাজা ডেভিড। কিং অব ক্লাবস – এ যায় ছবি রয়েছে তিনি ম্যাসিডোনিয়ার রাজা সিকন্দর দ্য গ্রেট। কিং অব ডায়মন্ডস কার্ডে যে রাজার ছবি রয়েছে, তিনি রোম সম্রাট অগাস্টাস সিজার।

আরও পড়ুন:  75 Rupee Coin: বাজারে আসছে 75 টাকার নতুন কয়েন, ঘোষণা অর্থমন্ত্রকের

কিন্তু কখনও লক্ষ্য করছেন ‘কিং অব হার্টস’-এর কেন গোঁফ নেই। এর পিছনের আসল রহস্য হচ্ছে,অষ্টাদশ শতকের শেষে তাসের কার অনুযায়ী,তাসের ৫২টি কার্ডের যখন নকশা করা হচ্ছিল, তখন ভুলকরে কিং অব হার্টস-এর ছবিতে রাজার গোঁফ দিতে ভুলে গিয়েছিলেন শিল্পী। তার পর থেকে কিং অব হার্টস-এর ছবিতে রাজা গোঁফ ছাড়াই রয়ে গিয়েছেন। সেটার পরিবর্তনও করা হয়নি।
প্রসঙ্গত ফরাসি সম্রাট শার্লেমান নাকি দেখতে খুব সুন্দর ছিলেন।শার্লেমান নাকি গোঁফ কেটে ফেলেছিলেন নিজের আলাদা পরিচিতির জন্য।তাই সম্রাট শার্লেমানকে ‘কিং অব হার্টস’বলে মনে করা হয়।

Featured article

%d bloggers like this: