31 C
Kolkata

Car Tyre: গাড়ির চাকাতেই রয়েছে ভাগ্যের চাকার সন্ধান ! অধিকাংশ মানুষই জানেন না

সাধারণত গাড়ির চাকায় চোখ পড়লে তার ব্র্যান্ডিং এবং মডেল সম্পর্কেই জানার চেষ্টা করা হয়। কিন্তু তার সাথেও শব্দ ও সংখ্যার মিশ্রণে একটি সংকেত লেখা থাকে। উদাহরণস্বরূপ, 225/50R17 97V। টায়ারে গায়ে লেখা এই সংকেতের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। এতদিন গাড়ি চালিয়ে এই বিষয়ে যদি আপনি ওয়াকিবহাল না থাকেন তাহলে জেনে নিন টায়ারে লেখা এই সংখ্যার অর্থ কী ?

অন্যান্য পার্টস এর মতো গাড়ির চাকাও একটি গুরুত্বপূর্ণ অংশ। রাস্তা এবং গাড়ির মধ্যে সরাসরি যোগাযোগ হয় এই চাকার মাধ্যমেই। যা খেয়াল না রাখলে মাঝপথে বড় সমস্যায় পড়তে পারেন। কিন্তু এই চাকাতেই লেখা থাকে একটি সিক্রেট যা অনেক অভিজ্ঞ ড্রাইভাররাও জানেন না।টায়ারের গায়ে লেখা প্রথম তিনটি সংখ্যার মাধ্যমে সেটির প্রস্থ বোঝা যায়, যেমন প্রথম তিনটি সংখ্যা যদি 255 হয় তাহলে টায়ারের প্রস্থ 255 mm, প্রিমিয়াম গাড়ির টায়ারের প্রস্থ অনেকটা বেশি হয়, যাতে গাড়ির আয়তন এবং পারফরম্যান্স অনুযায়ী ব্যালেন্স রাখা যায়।

আরও পড়ুন:  Health care tips: মন ভালো রাখতে কী করবেন? রইল টিপস!

ঠিক তেমনি টায়ার কতটা পুরু তা বোঝা যায় পরবর্তী দুটি সংখ্যার মাধ্যমে। এটি শতাংশর মাধ্যমে বুঝতে হয়। উদাহরণস্বরূপ, যদি 50 লেখা থাকে তাহলে গাড়ির টায়ারটি 255 এর 50 শতাংশ পুরু।এরপর ইংরেজিতে লেখা শব্দটির অর্থ হল টায়ারের নির্মাণের ধরণ। অর্থাৎ শব্দটি যদি ‘R’ হয় তাহলে বুঝতে হবে টায়ারটি রেডিয়াল প্লাই দিয়ে তৈরি। বেশিরভাগ গাড়িতেই এই টায়ার ব্যবহার করা হয়।

Featured article

%d bloggers like this: