33 C
Kolkata

Wedding bell: শ্রীময়ীর আবার বিয়ে?

নিজস্ব সংবাদদাতা : ভালোবাসার সপ্তাহ শুরু হওয়ার আগেই দুই মনের মানুষের চার হাত এক হল। অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী তার ভ্যালেন্টাইন্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। যদিও আইনত বিয়ে এক বছর আগেই সেরে নিয়েছিলেন এই টেলিভিশন তারকা জুটি। গত বছরের আগস্ট মাসেই তার আইনি বিয়ে সম্পন্ন হয়েছিল। জানেন পৌষ্মিতার মনের মানুষ কে?তিনিও কিন্তু এই বিনোদন দুনিয়ার মানুষ। বিনোদন জগতের সূত্রেই একে অপরের সঙ্গে আলাপ। পৌষ্মিতার মনের মানু্ষ টেলিভিশন প্রযোজনা সংস্থা অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের কার্য নির্বাহী প্রযোজক অর্ণব রায়।

অভিনেত্রী তার মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন। সামাজিক মাধ্যমে বিয়ের কিছু মুহূর্তের ছবি তিনি শেয়ার করেছেন। ছবিগুলি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে।পৌষ্মিতা গোস্বামী বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ। বাঘ বন্দী খেলা, ওগো নিরুপমা, সাঁঝের বাতি, রিমলি সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। ‘শ্রীময়ী’র ননদের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। বর্তমানে স্টার জলসার অপর একটি জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা ফড়িং’য়ে অভিনয় করতে দেখা যাচ্ছে পৌষ্মিতাকে। তবে বিয়ের জন্য কিছুদিন অভিনয় থেকে ব্রেক নিয়েছেন অভিনেত্রী।পৌষ্মিতা এবং অর্ণবের সম্পর্কের সূত্রপাত হয়েছিল সাঁঝের বাতি ধারাবাহিকের সুবাদে। প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম, সবশেষে বিয়ে। আইনি বিয়ের পর্ব মিটিয়ে অগ্নি সাক্ষী রেখে বিয়েটাও সেরে নিলেন তারা।

আরও পড়ুন:  Riddhi Sen: কবিতায় মোদীকে তীব্র কটাক্ষে বিঁধলেন ঋদ্ধি সেন
https://m.facebook.com/story.php?story_fbid=4797338327046959&id=100003125178769

তাদের জীবনের এই বিশেষ দিনটিতে পরিবার এবং একেবারে ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। মালাবদল থেকে সিঁদুর দান, সব অনুষ্ঠান নিতান্ত সাদামাটাভাবেই সম্পন্ন হয়েছে।তবে বিয়ের মন্ডপে প্রত্যেক অনুষ্ঠানের সময় বর-কনের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিয়েতে লাল বেনারসির সঙ্গে সোনালী রঙের ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। তবে নজর কাড়লো তার গয়নার সাজ। সাবেকি গয়নার পাশাপাশি জাঙ্ক জুয়েলারিতে চমক রেখেছেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠানের এই ছবিগুলি মারফত সুখবরটি পেলেন নেটিজেনরা। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তারা।

Featured article

%d bloggers like this: