33 C
Kolkata

Varun Dhawan: গুরুতর অসুস্থ বরুন

নিজস্ব প্রতিবেদন : গুরুতর অসুস্থ অভিনেতা বরুণ ধাওয়ান। চলতি বছরের সবথেকে হিট ছবিগুলির মধ্যে বলিউডের যে ছবি তালিকায় বেশ ওপরের দিকে জায়গা করে নিয়েছে তা হল ‘যুগ যুগ জিও’। এই ছবির প্রচার অভিনেতা বেশ জমিয়ে করেছিল। করোনা আমাদের ঘর বন্দি করে দিয়েছিল বেশ কিছুদিনের জন্য। আর সেই বন্দী দশা কাটিয়ে ওঠার পরেই যুগ যুগ জিওর প্রমোশনে কোন রকম কমতি রাখতে চাননি অভিনেতা।

এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বলেছেন, লকডাউনের পরে যত ছবি মুক্তি পেয়েছে তার প্রচারে অভিনেতা অভিনেত্রীরা নিজেদের এতটা বেশি দিয়ে দিচ্ছে যেন মনে হচ্ছে কোন ছবির প্রচার নয় বরং কোন ইলেকশনের প্রচারে ব্যস্ত তারা। তবে এই ব্যস্ততা থেকে একটু নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন বরুণ। কারণ তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। এক সাক্ষাৎকারে নিজেই অভিনেতা সেই কথা জানান। বরুন বলেন -“আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন।

আরও পড়ুন:  Tollywood: প্রয়াত টলিপাড়ার কিংবদন্তী বর্ষীয়ান অভিনেতা

মূলত এই রোগে আপনার শরীরের ব্যালেন্স বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এইখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি। আশা করছি, মানুষ নিজেরটা খুঁজে নেবে”। এই খবর শোনার পর থেকেই তার অনুরাগীরা বেশ চিন্তায়। কারন এই সমস্যা দেখা আর দিলেই ভার্টিগোর সমস্যা ও দেখা দেয় মানুষের।

Featured article

%d bloggers like this: