নিজস্ব প্রতিবেদন : বরাবরই পোশাকের জন্য, শিরোনামে থাকেন উরফি জাভেদ। পোশাক বিতর্কে কম পড়তে হয়নি তাকে। যেকোনো সময় তিনি যে কোন কিছু দিয়ে পোশাক বানিয়ে পড়ে রাস্তায় বেরিয়ে পড়ে। যদিও সেই সময় তার আত্মবিশ্বাসে থাকে একেবারে তুঙ্গে । তবে এবার তিনি কিনা শুধু জিনিস পরেই রাস্তায় বেরিয়ে পড়লেন!
তোকে দেখে যখন একটু প্রথমে অবাকই হয়েছেন। তবে তারপরে যখনই সকলের মনে পড়েছে যে তিনি উরফি জাভেদ তখনই সকলে সকলে আবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দেখা যাচ্ছে উরফি জিন্স পরে নেমে আসছেন গাড়ি থেকে। না আসলে জিন্স পরনে একটা ছিলনা বরং দুটো ছিল। জিন্স প্যান্ট তো পরেই ছিলেন, তার সঙ্গেই পরেছিলেন একটি জিন্সকে কেটে টপ বানিয়ে ফেলেছিলেন।
যা দেখার পর কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন তার এমন জিন্স দিয়ে পোশাক বানানোর কারণ! যদিও এই ধরণের প্রশ্নের সামনাসামনি এর আগেও করতে হয়েছে উরফিকে। তবে তাতে বরাবরই মতই পাত্তা দেননি অভিনেত্রী। তবে তার পোশাক ভিমরি খাইয়েছে সকলে। দেখে বোঝা উপায় নেই দুটো জিন্স পড়েছেন নাকি একটি জিন্স এন্টি স্কার্ট !