33 C
Kolkata

Bonny Sengupta: নিয়োগ দুর্নীতিতে জড়াল বনি সেনগুপ্ত,তলব অভিনেতাকে


নিজস্ব প্রতিবেদন: এগিয়ে আসছে ভোটের দিনক্ষণ। কিন্তু অপরদিকে ইডির তরফে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসকদলের নানান দুর্নীতি মামলা নিয়ে। ইতিমধ্যেই রাজ্য সরকারের শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে একাধিক নেতারা। এবার ইডির চোখ নিয়োগ দুর্নীতি মামলায়। কুন্তলের পর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ঢুকে পড়ল টলিউড। মামলায় নাম জড়াল টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর।

এতদিনে এই প্রথমবার শাসকদলের দুর্নীতি মামলায় নাম জোরাল টলিউডের। জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তরফে সপ্তাহে ইডি দফতরে তলব করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বনিকে সমন পাঠিয়েছিল ইডি। আর এদিন সেই তলবে সাড়া দিয়ে অভিনেতা পৌঁছলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে।

উল্লেখ্য, হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার ব্যাঙ্কের নথি দেখে বনি সেনগুপ্তর নাম পেয়েছেন ইডি আধিকারিকরা। সেই জন্যই তলব করা হয়েছে অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য এমনটাই খবর। যদিও পিছন দিকে তাকালে দেখা যাবে অভিনেতার পাশাপাশি বনি প্রাক্তন বিজেপি কর্মী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যোগ দিয়েছিলেন বিজেপিতে। যদিও গত জানুয়ারি মাসে বিজেপির সদস্যপদ ছেড়েও দেন সে। অভিনেতাকে তলব প্রসঙ্গে মুখ খোলেনি অভিনেতা।

আরও পড়ুন:  Sujay krishna Bhadra: জোকা ইএসআই-তে স্বাস্থ্যপরীক্ষার পর সুজয়কৃষ্ণ বেরোতেই চোর চোর স্লোগান

Featured article

%d bloggers like this: