29 C
Kolkata

Tarun Majumdar Health Update: শারীরিক অবস্থার অবনতি না হলেও সঙ্কটজনক তরুণ


নিজস্ব প্রতিবেদন: গত মঙ্গলবার থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। কিডনি, ফুসফুস জনিত একাধিক সমস্যায় প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালের পরিচালক। হাসপাতাল সূত্রে খবর সঙ্কটজনক তরুণ মজুমদার।

কিডনির ফুসফুসের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চেস্ট মেডিসিনের ডাক্তার সোমনাথ কুণ্ডু এবং মেডিসিনের ডাক্তার সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিৎসকের একটি দলের নজরে চিকিৎসাধীন বছর ৯২- র পরিচালক। গত কয়েকদিন ধরেই সংকটেই পরিচালকের শারীরিক অবস্থা। কিডনির সমস্যা, হাই ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত তরুণ মজুমদারের শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তায় চিকিৎসকরাও।

তবে, এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর উদ্বেগ থাকলেও কিছুটা আশার আলো দেখছেন চিকিৎসকরা তরুণ মজুমদারের শারীরিক অবস্থার। তবে, পরিচালকের নতুন করে ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়ায় ওষুধ দেওয়া হচ্ছে তাকে। আপাতত ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট’ অর্থাৎ ‘সিসিউ’-তে রাখা হয়েছে তরুণ মজুমদারকে।

আরও পড়ুন:  Cooking tips : এই ভীষন গরমে বানিয়ে ফেলুন ঠাণ্ডা ঠাণ্ডা মিল্ক ডেজার্ট!

Featured article

%d bloggers like this: