নিজস্ব প্রতিবেদন: বরাবরই রঙিন জীবন সুস্মিতা সেনের। তার জীবন নিয়ে আগ্রহের শেষ নেই অনুরাগীদের। অভিনেত্রীর জীবনের পাশাপাশি রোহমানের শলের সঙ্গে সুস্মিতার সম্পর্ক নিয়েও গুঞ্জনের কমতি নেই। বেশ কয়েক বছর আগেই কাশ্মিরী মডেলের প্রেমে পড়েন মিস ইউনিভার্স সুস্মিতা। তবে, কিছুদিন ধরেই শোনা যায়
তাদের মধ্যে সৃষ্টি হয়েছে দূরত্বের। শেষ হয়ে গিয়েছে রোহমান-সুস্মিতার সম্পর্ক। তবে,কি সেই গুজবে এবার পড়ল জল?

সুস্মিতা সেন এবং রোহমান শলের সম্পর্কের বয়স প্রায় বেশ কয়েক বছর। সুস্মিতার রোহমানের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমেই প্রথম কথা হয়। নিজের ইনবক্সে রোহমানের একটি মেসেজ দেখতে পান সুস্মিতা। সেখান থেকেই শুরু কথোপকথন। তখনও তিনি ভেবে উঠতে পারেননি এ ভাবেই বয়সে ১৫ বছরের ছোট একটি ছেলের সঙ্গে তাঁর জীবনের রূপকথার সূচনা হতে চলেছে। নিন্দুকের মুখে ছাই দিয়ে এগিয়ে চলছিল তাদের সম্পর্ক। তবে, বিয়ে নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেননি দুই তারকা। কিন্তু ইতিমধ্যেই শোনা যায় সুস্মিতা রোহমানের সম্পর্কে ভাঙ্গনের।

গত বছরের শেষের দিকেই প্রেমিক রোহমান শলের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। খোলাখুলি অভিনেত্রী জানিয়ে দেয় তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু সেই কথায় কিছুটা জল ঢেলে দুই লভবার্ড ফের একসাথে। তবে কি দূরত্ব ঘুচল তাদের? সম্প্রতি
রোহমান শলের সঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সুস্মিতা। একটি ক্লিনিক থেকে বেরতে দেখা যায় রোহমান- সুস্মিতা ও সুস্মিতার এক কন্যাকে।