29 C
Kolkata

Suman Dey: সুমনের চরিত্র নিয়ে টানাটানি! রাশ টানলেন অভিনেতা


নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন ধরেই টলিউডের হটটপিক হয়ে রয়েছেন অভিনেতা সুমন দে। হবু স্ত্রীকে ধোকা দিয়ে অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছিল সুমনের বিরুদ্ধে। এমনকি সুমনকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেছিলেন তার বহুদিনের প্রেমিকা তথা অভিনেত্রী সুরভী এমনটাও কিছু জানিয়েছিল সে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে এবার এমনটাই দাবি করলেন সুমন।

টলিপাড়ার বহুদিনের জুটি সুমন এবং সুরভি। খুব শীঘ্রই তাদের বিয়ে হওয়ারও কথা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল সুরভীর পোস্ট নিয়ে।
সম্প্ৰতি , সুরভী জানিয়ে দেন গত ১ মাস ধরেই সম্পর্ক নেই সুমনের সঙ্গে। অভিনেত্রীর কথায়, বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিনে হঠাৎই সুমনের ফ্ল্যাটে যান সুরভী। আর তখনই হবু স্বামীকে হাতেনাতে অন্য মহিলার সঙ্গে ধরে ফেলেন ছোট পর্দার অভিনেত্রী। আরও আগে তাদের বিয়ের কথা থাকলেও সুমনের ঠাকুমা মারা যাওয়ায় জন্য তাদের বিয়ে পিছিয়ে দেওয়া হয়। ২০২৩ সালের শেষে কিম্বা ২০২৪ সালের শুরুতেই বিয়ের কথা থাকলেও সুমনের এই প্রতারণার জন্য বিয়েই ভেঙে দিয়েছেন অভিনেত্রী সুরভী।

আরও পড়ুন:  Health tips : সাবুর স্বাস্থ্য উপকারীতা সম্পর্কে জানুন !

তবে, সুমনের বিরুদ্ধে তোলা অভিযোগ একেবারেই মিথ্যে এমনটাই দাবি করে এবার অভিনেতার গলায় অন্য সুর। অন্য মহিলার সঙ্গে জড়িয়ে যাওয়া প্রসঙ্গে সুমন সাফ জানায়,অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে আমি জড়ায়নি। আপাতত নিজের কেরিয়ারই সব। সুরভি যথেষ্ট ভালো মেয়ে। তিনি জীবনসঙ্গিনী হওয়ার উপযুক্ত। বর্তমানে সুরভির হাতে কাজ নেই। সুরভির কেরিয়ারে গতি আসুক। আবারও কাজ করতে শুরু করুন। ব্রেক-আপ হয়ে গেলেও সুরভির জন্য চিন্তা হয়। ভালো কেরিয়ার তৈরির পাশাপাশি সুরভির বিবাহিত জীবন সুন্দর হয়ে উঠুক। দুই পরিবারের মত অশান্তি নিয়ে দুই জনে একসাথে থাকার তুলনায় শান্তিতে আলাদা থাকা ভালো। তবে, সুরভির সাথে আর সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। সম্পর্কে ভাঙা-গড়া থাকেই’।

Featured article

%d bloggers like this: