33 C
Kolkata

Sudipta Chakraborty: বিয়ের সানাই টলিপাড়ায়

নিজস্ব প্রতিবেদন : শীতকাল মানেই চারদিকে বিয়ের মরশুম। টলি পাড়াতেও এবার বিয়ের হাওয়া লেগে গিয়েছে। ইষ্টিকুটুম সিরিয়ালের হাত ধরে বাহা চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তারপর থেকে একাধিক ধারাবাহিকের তাকে দেখা গিয়েছে।

রেশম ঝাঁপি বিকেলে ভোরের ফুল সহ আরো অনেক ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি। অবশেষে তিনিও বিয়ের সেরে ফেললেন। ১৭ জানুয়ারি পরিচালক স্বর্ণশেখরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লে সুদীপ্তা। স্বর্ণশেখর টলিউডের পরিচিত নাম। তিনি পরিচালক পার্থসারথী জোয়ারদারের একমাত্র ছেলে।

শ্বশুরমশাইয়ের হাত ধরেই প্রথমবার টলিপাড়ায় পা রেখেছিলেন সুদীপ্তা। স্বামী স্বর্ণশেখরের পরিচালিত ছবি একলা মেঘ ছবি খুব সম্প্রতি মুক্তি পেতে চলেছে সিলভার স্ক্রিনে। ২০২২ সালের জুন মাসে আংটি বদল সেরে ফেলেছিলেন তারা। অবশেষে অগ্নিকে সাক্ষী রেখে সারা জীবনের মতন এক হয়ে গেলেন তারা।

আরও পড়ুন:  Viral News: গার্লস হস্টেলে আগুন ধরিয়ে দিল ছাত্রী, দগ্ধ হয়ে মৃত ২১

Featured article

%d bloggers like this: