31 C
Kolkata

Srimoti Success: “শ্রীমতী” হাউস ফুল, উচ্ছসিত স্বস্তিকা।

নিজস্ব প্রতিবেদন: গত ৮ জুলাই স্বস্তিকার “শ্রীমতী” ছবিটি মুক্তি পেয়েছে।

এই প্রথম একসঙ্গে কাজ করছেন স্বস্তিকা ও সোহম, পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অর্জুন নিজেই। কান সিং সোধার প্রযোজনা সংস্থা কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে এসেছে ছবিটি। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বরখা বিশত সেনগুপ্ত, খেয়া চট্টোপাধ্যায়, দেবযানী বসু, সুদর্শন চক্রবর্তী। সেই সঙ্গে রয়েছেন বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় মুখ – তৃণা সাহা ও উদয় প্রতাপ সিং। স্বস্তিকা মুখোপাধ্যায় ‘শ্রীমতী’ চরিত্রে এবং সোহম চক্রবর্তী, তার স্বামী- অনিন্দ্যর চরিত্রে অভিনয় করেছেন ছবিতে। 

প্রথমদিকে হাতে গোনা কিছু হলে জায়গা পেয়েছিল এই ছবি। দ্বিতীয় সপ্তাহে ভালো হল তো দুরস্ত, ভালো শো-টাইমও পায়নি এই ছবি।

আরও পড়ুন:  Asis Vidyarthi: ৬০ বছরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে আশিস বিদ্যার্থীর

এত বাধা বিপত্তি কাটিয়ে আজ নন্দন এর টিকিট কাউন্টারে দেখাগেলো “শ্রীমতী” র শো হাউস ফুলের বোর্ড। আর এই হাউসফুলের বোর্ড এর ছবিই তাঁর নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর দর্শকদের জানালেন তাঁর ভালোবাসা। তাঁর পোস্ট থেকে যেনো বোঝা যায় তাঁর জয়ের আনন্দ।

Featured article

%d bloggers like this: