নিজস্ব সংবাদদাতা: বর্তমানে কলকাতা ছেড়ে মালদ্বীপে ঘাঁটি গেড়েছে টলিপাড়ার বাবলি গার্ল শ্রাবন্তী। তৃতীয় স্বামীর স্বামী রোশনের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝেই নীল সমুদ্রের পাশে উষ্ণ শ্রাবন্তী। শ্রাবন্তীর লুকে চোখ কপালে উঠে বাধ্য আপনারও।
তৃতীয় স্বামী রোশনের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝেই শ্রাবন্তী বর্তমানে এক ব্যবসায়ীর প্রেমে মজেছে টলিপাড়ায় কান পাতলেই সর্বত্র শোনা যাচ্ছে একথা। যদিও নানান গুঞ্জনের মাঝেই
শ্রাবন্তী তার ছেলে ঝিনুক ও ছেলের প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছেন মালদ্বীপে। মালদ্বীপে গিয়ে যেন আরও উষ্ণ হয়ে গিয়েছেন কলকাতার রমণী।
সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে দ্বীপ রাষ্ট্রের বিলাসবহুল রিসর্টের সাগরের উপর তৈরি সুইমিং পুলের জলে দাঁড়িয়ে শ্রাবন্তী। অভিনেত্রীর পিছনে নীল আকাশের সাথে মিশে গিয়েছে স্বচ্ছ নীল সাগরের জল। ঠিক সেখানেই সাদা লম্বা ঝুলের শার্ট পরে চোখে কালো চশমা পরে হাতে পানীয়র গ্লাস নিয়ে দাঁড়িয়ে শ্রাবন্তী। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ হাঁসি এমন এক জিনিস, যা ক্ষণিকেই ছুটির আমেজ দিতে পারে’।
যদিও অভিনেত্রীর ছবি পোস্ট হতেই কটাক্ষের কমেন্টে ভরে গিয়েছে অভিনেত্রীর প্রোফাইল। শ্রাবন্তীর ছবিতে নেটিজেনদের কারুর কমেন্ট , ‘দিদি, জামাটা কিন্তু অনেকটা কাটা’। কেউ আবার লিখেছেন, ‘তোমার প্যান্ট কই’! তবে, এইসব কমেন্ট-র কোন উত্তর দিতে দেখা যায়নি অভিনেত্রীকে।