Tuesday, July 27, 2021
Homeবিনোদনসিনেমা হলে থাকছে শারদ সেল : ১১ টাকায় টিকিট

সিনেমা হলে থাকছে শারদ সেল : ১১ টাকায় টিকিট

নিজস্ব সংবাদদাতা : সেলের অপেক্ষায় আমরা কম-বেশি সকলেই থাকি। পুজোর সেল, চৈত্র সেল এলে সকলেই উত্তেজিত হয়ে পড়ি। এবার যদি সিনেমা হলে শারদ সেল পাওয়া যায় তাহলে কেমন হয়? মার্চ থেকে অক্টোবর, করোনার চোখরাঙানিতে টানা ৮ মাস বন্ধ সিনেমা হল। অনেক বিধিনিষেধ আরোপের পর অবশেষে শাসন শিথিল। ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে রাজ্যের প্রেক্ষাগৃহ। যাবতীয় পুজো রিলিজ ২১ অক্টোবর অর্থাৎ মহা পঞ্চমীতে। নিরাপত্তার ঘেরাটোপ ছাড়াও তাই দর্শক টানতে টিকিটেও লাগামছাড়া ছাড় সপ্তাহ শেষে। প্রযোজনা সংস্থা এসভিএফ ১৬ অক্টোবর থেকে তাদের ৯টি মাল্টিপ্লেক্সে ১৬টি স্ক্রিনে দেখাচ্ছে ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘প্রফেশর শঙ্কু’, ‘দাবাং ৩’, ‘ছিঁচোড়ে’, ‘মিশন মঙ্গল’ এবং ‘গুমনামি’। এই সিনেমাগুলোর টিকিটের দাম মাথাপিছু ১১ টাকা। এছাড়াও নিয়মিত থাকছে থার্মাল চেকিং, স্যানিটাইজেশন। থাকছে ‘বায়ো বাবল’-এর সুবিধা। যা কিনা টানা ৯০ দিন দর্শকদের দেবে অ্যান্টি মাইক্রোবিয়াল সুরক্ষা। তাহলে দেরি না করে চট পট তৈরী রাখুন সিনেমার শারদ সেলের জন্যে।

Most Popular