33 C
Kolkata

৯ বছর বয়সে পরিবার হীন হয়েছিলেন সন্ধ্যা রায়

বিনোদন জগতে দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় অনেক চেনা মুখ। কাল ক্রমে নিজস্ব কর্মদক্ষতার মাধ্যমে নতুন শিল্পীরা জয় করে নেন দর্শকদের মন। কিন্তু কিছু মানুষ আছেন যারা আজ টিভির পর্দায় নাথাকলেও থেকে গেছেন মানুষের মনে আর সারা জীবনই থেকে যাবেন । তাদের মধ্যে একজন হলেন সন্ধ্যা রায়। যার অভিনয় আজও দাগ খাটে মানুষের মনে। বাংলার এক অন্যতম জনপ্রিয় শিল্পী হলেন সন্ধ্যা রায়।
কখনো গ্রাম্য মেয়ে বা মা , আবার কখনো প্রতিব্রতা স্ত্রী সব চরিত্রেই সমানভাবে অভিনয় করে গেছেন তিনি। প্রত্যেকটি চরিত্রকেই বাস্তবায়িত করে তুলেছেন তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে। কিন্তু জানেন কি এমন একজন প্রতিষ্টিত অভিনেত্রীর জীবনেও রয়েছে অনেক টানা পড়েন ??

আরও পড়ুন:  Sirin Shila: ভিড়ের মাঝেই অভিনেত্রীকে জড়িয়ে ধরে ভক্তের চুমু !


মাত্র ৭ বছর বয়সেই তিনি পিতৃহারা হন এরপর 9 বছর বয়সে মা ও চলে যান। তারপর বাংলাদেশ গিয়ে মামার কাছে থাকেন তিনি এবং সেখানেই স্কুলে ভর্তি হন কিন্তু আবারো 1957 সালে ভারতের ফিরে আসতে হয় তাকে। ‘মামলার ফল’ নামক ছবির মাধ্যমে তিনি প্রথম অভিনয় জগতে পা রাখেন এরপর একের পর এক ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেন তিনি। পরিচালক তরুণ মজুমদারের বহু ছবিতে দেখা যায় তাঁকে এবং পরবর্তীকালে তরুণ মজুমদার কে বিবাহ করেন তিনি। তিনি কিন্তু টেকেনি সেই সম্পর্ক ।একটা সময় পরেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।


থেমে থাকেনি জীবন যেমন অভিনয়দক্ষতা তেমনি রাজনীতির মঞ্চে ও জায়গা করে নিয়েছিলেন তিনি 2014 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলেরপ্রার্থী হিসেবে জয়ী হন তিনি। 2013 সালে বঙ্গবিভূষণ সম্মান পান তিনি এছাড়াও নানান পুরস্কার লাভ করেন তার জীবনে।

আরও পড়ুন:  Asis Vidyarthi: ৬০ বছরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে আশিস বিদ্যার্থীর

Featured article

%d bloggers like this: