31 C
Kolkata

Rashmika Mandanna: সকলের সামনে ক্ষমা চাইলেন রশ্মিকা

নিজস্ব প্রতিবেদন : রাশ্মীকা মান্দানা ন্যাশনাল ক্রাস তিনি। তাকে এক ঝলক দেখবার জন্য রীতিমতন অপেক্ষা করে থাকেন তার অনুরাগীরা। দক্ষিণ ভারতের তার ভক্তের সংখ্যা অগুন্তি। দক্ষিণ ভারতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেললেও বলিউডে এখনো পায়ের তলার মাটি শক্ত হয়নি। ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত এখন এই দক্ষিণী নায়িকা।

গুডবাইয়ের পর ফের একবার বলি সিনেমায় দেখা যেতে চলেছে তাকে। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে মিশন মজনুতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। এখানেই শেষ নয় আর কয়েকদিন পরেই রানবির কাপুরের বিপরীতে এনিম্যাল ছবিতেও দেখা যেতে চলেছে তাকে। তার জনপ্রিয়তা যে বি টাউনে ধীরে ধীরে আকাশছোঁয়া হচ্ছে তার প্রমাণ পাওয়া যায় মিশন মজনুর প্রিমিয়ারে।

আরও পড়ুন:  Health tips: গ্রীষ্মকালের রসালো ফলের যে কত গুণ তা জেনে নিন!

সাংবাদিকদের সঙ্গে তিনি নিজস্ব ভঙ্গিতে ছবি তুলতে থাকেন। কিন্তু তার মাঝেই তাকে ছেঁকে ধরে তার বেশ কিছু অনুরাগীরা। নিরাপত্তার খাতিরে সেখান থেকে চোখের নিমিষে গাড়ি নিয়ে বেরিয়ে যান নায়িকা। যদিও অনুরাগীদের ছবি তোলার অনুরোধ না রাখতে পারার কারণে হাত জড়ো করে ক্ষমা চান তিনি।

Featured article

%d bloggers like this: