29 C
Kolkata

Ramdhonu: সমকামীতা এবার ‘রামধনু’-তে


নিজস্ব প্রতিবেদন: বর্তমানের সমাজে সমকামী প্রেম যেনও নরমাল বিষয় হয়ে গিয়েছে। ছেলের সঙ্গে ছেলের প্রেম,মেয়ের সঙ্গে মেয়ের প্রেম। কিন্তু সমাজের অনেকেই আজও মেনে নিতে পারে না সমকামী প্রেম। তবে,এবার কলকাতার আকাশে ডানা মেলে উড়ল সমকামী প্রেমের গল্প “রামধনু”।

এবারে সমকামী প্রেমের গল্পে অভিনয় করেছেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি। পুরোপুরি ভিন্ন ধরনের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন প্রান্তিক ব্যানার্জি। মুক্তি পেল ছবির নতুন গানের মিউজিক ভিডিও। পরিচালক অর্পণ বসাকের নতুন ছবি রামধনু ছবির গল্পে সাত রঙ এর ছোঁয়া থাকছে। এছাড়া লিরিক্যাল হিপ হপের উপস্থাপনা থাকছে শিল্পী টাইজেন রোহানের।

ramdj

অন্যদিকে গানটি গেয়েছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী “পান্ডব গোয়েন্দা” সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে প্রান্তিক ব্যানার্জির সঙ্গে অভিনয় করতে করেছেন অভিনেতা উদয় শঙ্কর সামন্ত। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন অর্ণব গুহা। গানটির সুর ঋষভ চক্রবর্তী দিয়েছেন ও গীতিকার সমিরণ বাড়ুই। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। রামধনু মুক্তি পেয়েছে জি বাংলা মিউজিক থেকে ৷

আরও পড়ুন:  Lifestyle tips : রাতে ঘুম ভাঙ্গার কারণ জানেন? রইল টিপস

Featured article

%d bloggers like this: