নিজস্ব প্রতিবেদন: সুশান্ত সিং রাজপুত যাকে এককথায় সবাই চিনতেন। তার মৃত্যুর পর পুরো বলিউড তোলপাড় হয়ে গিয়েছিল। তার ভক্তরা কেউ তার মৃত্যু টা মেনে নিতে পারছিলনা। কিন্তু এত কিছুর পরেও তিনি কী কারনে সুসাইড করেছিলেন সেটি এখনও অজানা রয়েছে। সিবিআই থেকে এনসিবি নানা রকম ইস্যু খুঁজে বার করলেও এখনও মৃত্যু রহস্যের কোনও কিনারা করতে পারেনি।এত কিছুর পরও আসল সত্যি সামনে আসবে কিনা জানা নেই।
কিন্তু হাল ছাড়তে নারাজ পরিচালক রাম গোপাল ভার্মা। তিনি এই রহস্য উন্মোচন করেই ছাড়বেন। সুশান্তের মৃত্যুর পর তিনিও বলিউডের নানা কীর্তি নিয়ে মুখ খুলেছিলেন। এবার তিনি একটি নতুন পদক্ষেপ নিয়েছেন।
সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, সুশান্তের মৃত্যু নিয়ে তিনি একটি ছবি বানাবেন। তাঁর পরবর্তী ছবি তৈরি হবে সুশান্তকে নিয়েই। সেখানেই তিনি সুশান্তের মৃত্যুর কারন তুলে ধরবেন। মৃত্যুর কারণ কি প্রশ্ন করায় পরিচালক জানান, সব কিছু তিনি ছবিতেই দেখাবেন। এখনই মুখ খুলবেন না। বলিউডের বর্তমান পরিস্থিতি উঠে আসবে তাঁর ছবিতে। সবার মনেই এখন একটা প্রশ্ন তবে কি রামগোপাল জানেন সুশান্তের আত্মহত্যার কারণ? এই নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে সব সত্যি সামনে আসবে পরিচালকের ছবি মুক্তি পাওয়ার পর।