নিজস্ব প্রতিবেদন: টি-টাউনের প্রথম সারির নায়িকাদের মধ্যে রাজ-ঘরণী শুভশ্রীর নাম অন্যতম। তিনি যেমন একাধারে এক ছেলের মা ঠিক তেমনই অন্যদিকে সংসার সামলানোর তার পেশা অভিনয় জগতকে সযত্নে সামলে রেখেছেন। চলতি বছরের মার্চ মাসে তাঁর অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ মুক্তি পেতে চলেছে। তবে শুভশ্রীর লুক পোস্ট করে রাজ চক্রবর্তী বউকে প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখলেন, ‘নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ হ্যাটস অফ গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম৷’
বর্তমানে তাঁর রূপের ছাটায় নজর কেড়েছে আট থেকে আশি সকলের। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকতে দেখা যায় তাঁকে। তাঁর একরত্তি ছেলে ইউভানের দুষ্টুমি হোক কিংবা রাজের সঙ্গে রোমান্স বা নিজের উষ্ণ লুকই হোক না কেন, সর্বদাই দর্শকদের সঙ্গে তার মনের ভাব প্রকাশ করে থাকেন তিনি।
এর পাশাপাশি রাজ চক্রবর্তীও কোনও অংশেই কম যান না। স্ত্রী সাথে তাল মিলিয়েছেন সেও। একাধারে পরিবারে পাশে থাকার পাশাপাশি জনসাধারণের কাছের এবং পাশের মানুষ তিনি। তবে ছবি পরিচালনা, সমাজের সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তা সমাধান করা এবং হাজার কর্মব্যস্ত থাকা সত্বেও ছোট্ট ছেলে ইউভানের সাথে সময় কাটাতেও দেখা যায় তাঁকে।
বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস ও সরস্বতী পুজো দু’টি একসাথে থাকায়, সকাল থেকে সাধারণ তন্ত্র দিবস উদযাপন করার পর রাজ চক্রবর্তীকে পুরো পরিবারের সাথে বাগদেবীর আরাধনা করতে দেখা গেল। তবে এদিনেই এই পুজোতে সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক সহ আরও অনেক কলাকুশলীরা।