29 C
Kolkata

Priyanka Sarkar: প্রিয়াঙ্কা, তাঁর ছেলেকে সোডা মেশানো সোয়াসস খাওয়ালেন ?

নিজস্ব প্রতিবেদন : ১লা এপ্রিলে কাউকে এপ্রিলফুল করেননি? তাহলে আর আপনি কি করলেন ! তাহলে তো আপনার দিনটাই মাটি বলা যেতে পারে। সেই এপ্রিলফুলের নিয়ম মেনেই ছেলে সহজকে ছাড়ল না অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।আবার মায়ের এপ্রিলফুলের উল্টো বদলা নিতে দেখা গেল সহজকেও। মা-ছেলের কীর্তি এখন ভাইরাল! কোল্ড ড্রিংকসের বোতল থেকে পানীয় বের করে তাতে মিশিয়ে নিল সয়া সস আর সোডা। দেখতে একাবের কালো পানীয়।

তারপর সহজকে পাশে ডেকে খেতেও দিল তা। মুখে দিতেই সহজের হাল বেহাল। কি ভাবছেন মায়ের এই মস্করার জবাব কীভাবে দিল সহজ? নেলপালিশের বোতল উল্টে দিল ল্যাপটপে! যাহ! শুনেই ভয় পেয়ে গেলেন তো ? আরে আসল টুইস্ট তো এখানেই লুকোনো রয়েছে। আগেই নেলপালিশের শিশি উলটে একটা প্লাস্টিকের শিটে ঢেলে তা শুকিয়ে নেয় সহজ।

আরও পড়ুন:  CBI Raid WB: সিবিআই নজরে রাজ্যের একাধিক কাউন্সিলাররা

তারপর তা শুকিয়ে গেল কাটিং করে খালি নেলপালিশের শিশি সমেত এমনভাবে সাজিয়ে রাখে ল্যাপটপের উপরে যাতে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে! মা এবং ছেলের এমন দুস্টুমীতে মোড়া এপ্রিলফুল দেখে বেশ মজা পেয়েছে নেট দুনিয়া। আর সেই জন্যই লাইক এবং কমেন্টে ভরিয়ে দিয়েছে ভিডিওর কমেন্ট বক্স।

Featured article

%d bloggers like this: