নিজস্ব সংবাদদাতা: বিপদের যোগ কিছুতেই কাটছে না পরীমনির। মধুচক্র, মাদক কারবারিতে নাম জড়িয়ে পুলিশের জালে জড়িয়ে পড়েনি বাংলাদেশি অভিনেত্রী পরীমণি। জামিনে ছাড়া পেলেও মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আদালত। যদিও এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজেই হাজির পরীমনি।

বলিউডে পর মাদক কারবারে নাম জড়ায় বাংলাদেশের। আর এরপরেই বাংলাদেশী অভিনেত্রী পরীমণির বাড়িতে এলিটবাহিনী র্যাব অভিযান চালায়। অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বাড়ি থেকে প্রচুর এলএসডি জাতীয় মাদক এবং মদের বোতল উদ্ধার হয়েছে। এমনকি তার বিরুদ্ধে উঠেছে মধুচক্র চালানোরও অভিযোগ ওঠে।

এরপরই বাংলাদেশী অভিনেত্রীকে গ্রেফতার করে পুলিশ। জামিনে ছাড়া পেলেও আদালতে চক্কর কাটতে হচ্ছে পরীমনিকে। বুধবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।পরীমণি-সহ তিনজনের বিরুদ্ধে আইনজীবী আবদুল্লা আবু অভিযোগ গঠনের শুনানি করেন। মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ১ ফেব্রুয়ারি।

চার্জ গঠনের সময় ‘আপনার বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ গঠন করা হচ্ছে। আপনি দোষী না নির্দোষ’ এই প্রশ্ন পরীমণিকে বিচারক করলে তার উত্তরে পরীমণি জবাব দেন, ‘আমি নির্দোষ’। এরপর বিচারক পরীমণিকে প্রশ্ন করে ‘আপনার গাড়ি দিয়ে মাদক সরবরাহ করা হয়েছে এতে আপনার বক্তব্য কী’। সেই উত্তরে পরীমণির দাবি, ‘এটা সম্পূর্ণ মিথ্যা’।
