নিজস্ব প্রতিবেদন: টলিপাড়ার অন্যতম উষ্ণ অভিনেত্রী পায়েল সরকার। তার রূপের জাদুতে মাতোয়ারা অনুরাগীরা। সিনেমায় কম দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় আজকাল বেশ অ্যাক্টিভ তিনি। বর্তমানে একের পর এক ফটোশ্যুটে ঝড় তুলছেন পায়েল৷ কিন্তু ৪০ পেরিয়ে গেলেও আজও একা সে।

বয়সের মধ্য গগনে এসে সঙ্গী খুঁজছেন পায়েল সরকার। আপনি কি হতে চান অভিনেত্রীর সঙ্গী? ছোটপর্দা থেকে শুরু করলেও বড় পর্দায় নিজের জায়গা পাকা করে ফেলেছেন অভিনেত্রী পায়েল। একের পর এক ছবি থেকে ওয়েব সিরিজে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। টলিউডের হট অভিনেত্রীদের মধ্যে জুড়ি মেলা ভার পায়েল সরকারের। আই লাভ ইউ ছবি দিয়ে টলিউডে সফর শুরু অভিনেত্রী পায়েলের।

যদিও সেই পায়েলের সঙ্গে আজকের পায়েলের অনেকটাই তফাৎ। বর্তমানে অভিনেত্রী পায়েলের স্টানিং লুক থেকে ফ্ললেস বিউটি দর্শকদের বেশ মন কেরেছে। কিন্তু টলিউডের অভিনয়ের জেরে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতার প্রেমে পড়েছেন পায়েল। প্রেমে পড়েছেন, প্রেম থেকে উঠেছেন,সম্পর্কে ভেঙেছে কিন্তু মনের মানুষটাকে আজও খুঁজছেন তিনি। দেখতে দেখতে পায়েল সরকারের বয়স পৌঁছল ৪০- এ। এই বয়সে এসেও মনের মানুষের খোঁজ করছেন সে। এই মুহূর্তে নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন পায়েল। ছেলে খুঁজে দেওয়ার জন্য অনুরোধও করছেন অভিনেত্রী।