নিজস্ব প্রতিবেদন: এখনও সঠিকভাবে শোক কাটিয়ে উঠতে পারেনি টলিউড। টিটাউনের মিষ্টি মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মাত্র ২৪ বছর বয়সে মৃত্যু আজও মানতে কষ্ট হয় দর্শকদের।

মারণ রোগ ক্যান্সার সব শক্তিকে হারিয়ে মৃত্যুর কোলে ঠেলে নিয়ে যায় ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলার মৃত্যুর পর ফের বিপর্যয় অভিনেত্রীর পরিবারে।ঐন্দ্রিলা শর্মার আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেত্রীর মা। যদিও সময়ের সাথে সাথে সে ক্যান্সারকে জয় করেছেন শিখা শর্মা। কিন্তু একবার জয় করলেই যে ক্ষান্ত থাকে না এই রোগ।

ঐন্দ্রিলার মৃত্যুর পর ফের অসুস্থ অভিনেত্রীর মা। ফের শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার ঐন্দ্রিলার মায়ের। ঐন্দ্রিলার মৃত্যুর আগেই পরীক্ষা করেছিলেন শিখা দেবী। ইতিমধ্যেই এসেছে রিপোর্ট। সেই রিপোর্টই জানান দিচ্ছে ফের তার শরীরে ফিরে এসেছে ক্যান্সার। ১৪ বছর পর ফের শরীরে হানা দিয়েছেতার ক্যান্সার। কেমো চলছে তার। ১৩ জানুয়ারি অপারেশন হবে অভিনেত্রীর মায়ের।
