নিজস্ব প্রতিবেদন: নুসরত জাহান মানেই অকপট সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রকাশ। শুধুই কথাবার্তা বা তাঁর ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় এই বিষয়টি তিনি প্রকাশ করেন তাই নয়, বরং তাঁর স্টাইলিংও সেই কথাই বলে। নুসরতের স্টাইলিং ও ফ্যাশন সেন্সের জন্য তিনি বর্তমান প্রজন্মের কাছে উদাহরণ। কিন্তু কেরিয়ারের শুরু থেকেই একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। তা সে রাজনীতিতে নাম লেখানো হোক, মা হওয়া হোক বা নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক।

বুধবার সোশ্যাল মিডিয়ায় একদম অন্য সাজে নিজের পড়শী র সারমেয় র সাথে কিছু ছবি পোস্ট করেন নুসরাত। আর তার সাথে সাথেই অভিনেত্রীর এই ছবি নিয়ে ধেয়ে এল জোড়ালো কটাক্ষ।অভিনেত্রীর এই ছবিতে একজন কমেন্ট করেছেন, ‘যেমন ঠোঁট, তেমন চশমা, বিগ সাইজ’। আরেকজন লিখলেন, ‘কেমন বাজে লাগছে। মুখটা এত লম্বা। শুটকি লাগছে’।

মা হওয়ার পর দ্রুত ওজন ঝরিয়েছেন অভিনেত্রী, ঈশান জন্ম নেওয়ার ১২ দিনে নিজের কাজে ফিরেছিলেন তিনি। তার পরেই, নিজের রেডিও শো, সিনেমার কাজ। ‘জয় কালী কলকত্তেওয়ালী’, ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’-তে এরপর দেখা মিলবে অভিনেত্রীর।

মাসকয়েক আগেই ব্রা-তে ছবি দিয়ে একইভাবে বিতর্ক কুড়িয়েছিলেন তিনি। অনেকেই সেই সময় লিখেছেন, ‘একজন সাংসদ হয়ে এই ধরণের পোশাক অত্যন্ত কুরুচিকর’। কেউ কেউ ধর্ম টেনে আক্রমণও করেছিলেন নুসরতকে।