নিজস্ব প্রতিবেদন : গোটা কলকাতা ব্যস্ত কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল নিয়ে। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া যাকে সকলে যোগ দিতে পারে তার জন্য রীতি মতন টলিপাড়ায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এই দিন সেই ফেস্টিভ্যালের উদ্বোধনীতে লক্ষ্য করা গিয়েছিল টলিউডের প্রায় সমস্ত অভিনেতা অভিনেত্রীকে। বলিউড থেকে হাজির ছিলেন অমিতাভ বচ্চন জয়া বচ্চন শাহরুখ খান রানী মুখার্জি অরিজিৎ সিং সহ আরো অনেকে। টলিউড থেকেও বলা যেতে পারে চাঁদের হাট বসেছিল।
দেব,মিমি রাজ-শুভশ্রী রুক্মিণী সহ টলিউডের বহু অভিনেতা অভিনেত্রীরা। তবে এই দিন সেখানে লক্ষ্য করা যায়নি সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে। কিন্তু তার সোশ্যাল মিডিয়া দেখলে স্পষ্ট ধারণা করা যায় যে স্বামী দাশগুপ্তের সঙ্গে কোন এক পার্টিতে ব্যস্ত অভিনেত্রী। পরনে রয়েছে হালকা গোলাপি রঙের শাড়ি। আর এই ছবি সামনে আসার পরেই, প্রশ্নের ঝড় ওঠে। সকলেই জানতে চান যে কেন অভিনেতা-অভিনেত্রীরা কিফে যোগদান করলেও তিনি করেননি! অবশেষে জানা গেল যে তিনি কলকাতাতেই ছিলেন না।
দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন নুসরত। সেখান থেকেই সেরা সম্ভব হয়ে ওঠেনি। এবং এর সঙ্গেই জানা যায় যে, তিনি যে অনুপস্থিত থাকবেন তা তিনি দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কে জানিয়েই গিয়েছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে পার্টির কাজেই তিনি দিল্লিতে গিয়েছিলেন। আর সেই জন্যই কিফে যোগদান না করলেও আর কোন কসুর নেই।